ডিওয়াইএফআই'র মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে এক রক্তদান শিবির হয় রবিবার। এদিকে এসএফআই, ডিওয়াইএফআই এবং সিট্যুর দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে রাজ্য কার্যালয়ে এক রক্তদান শিবির হয়েছে। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার।
তিনি বামপন্থী সংগঠনগুলির এ ধরনের সামাজিক কাজের প্রশংসা করেন। একই সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে শাসক দল ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। রাজ্যে বিভিন্ন দপ্তর এবং উন্নয়নমূলক কাজ নিয়ে বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে জুন ২০২১