আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উদযাপন করবে কংগ্রেসঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার এই যুদ্ধে ৫০ বছর পূর্তি উপলক্ষে ইন্দিরা গান্ধীর অবদান দেশবাসীর কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি। সর্বভারতীয় স্তরে এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হল এ কে এন্টনি। এআইসিসি'র সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে রাজ্যেও মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক মানিক দেবকে। রবিবার কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে একথা জানান পিসিসি'র সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।

    সঙ্গে ছিলেন শ্রী দেবও।তিনি জানান, ইন্দিরা গান্ধী ও তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের অবদান রাজ্যবাসীর কাছে তুলে ধরা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে দুটি সেমিনার হবে। একটি কুইজ প্রতিযোগিতা হবে। রক্তদান উৎসবও করা হবে। রাজ্যের সর্বত্র প্রচারাভিযান চলবে বলে জানানো হয়। ২১ জুলাই, ৩ ডিসেম্বর, ৯ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর তারিখে নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান শ্রী দেব। দিনের সাংবাদিক সম্মেলনে তাপস দে,লক্ষ্মী নাগ সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২০শে জুন ২০২১
     

    3/related/default