Type Here to Get Search Results !

দিল্লির বস্তি এলাকায় বিনামূল্যে টিকাকরণ গৌতম গম্ভীরের

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


পূর্ব দিল্লির জাগৃতি বিহারে তাঁর অফিসে ইতিমধ্যেই টিকাকরণ কেন্দ্র তৈরি করেছেন গৌতম গম্ভীর। সেখানে আড়াই হাজারেরও বেশি মানুষকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে। এবার ওই কেন্দ্রের সমান্তরালেই তাঁর লোকসভা কেন্দ্রের বস্তি এলাকাগুলিতেও বিনামূল্যে টিকাকরণের লক্ষ্যে এগুতে চাইছে‌ন সাংসদ তথা প্রাক্তন এই ক্রিকেটার। প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন ডিসেম্বরের মধ্যে দেশের সকলের করোনা টিকাকরণ সম্পূর্ণ করা। আর সেই লক্ষ্যেই সকলকে এগিয়ে আসতে হবে। রবিবার এমনই বার্তা দিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এদিনই পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র অঞ্চলে ময়ূর বিহারের শশী গার্ডেন এক বস্তি এলাকায় বিনামূল্যে টিকাকরণ করা হল। এবার থেকে প্রতি রবিবারই ওই অঞ্চলের কোনও না কোনও বস্‌তি এলাকায় টিকাকরণ করা হবে। একদিনে ৫০০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে যেহেতু ওই এলাকার অধিকাংশেরই স্মার্টফোন নেই, তাই কোউইন পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করার কাজও করবেন গম্ভীরের দপ্তরের কর্মীরা। এই পুরো পরিকল্পনাতেই যুক্ত রয়েছে ধরমশীলা হাসপাতাল।


আরশিকথা দেশ-বিদেশ

২০শে জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.