রাজ্যে সন্ত্রাসের ফলে মহিলাসহ মানুষ আক্রান্ত হচ্ছেন। সিপিএমের পক্ষ থেকে এ বিষয়ে রাজ্যপালকে জানানো হলে আর সন্ত্রাস হবে না বলে তিনি নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু সন্ত্রাস চলছেই। প্রত্যেকটা মানুষের ধৈর্য্যের একটা সীমা আছে। ঠিক এই কথাগুলোই বলেন বিরোধী দলনেতা মানিক সরকার। সিট্যু অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন এর পক্ষ থেকে আয়োজিত এক রক্তদান শিবিরে যোগ দিয়ে সন্ত্রাস ইস্যুতে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন মানিকবাবু। তিনি বলেন, রাজ্য সরকার এ বিষয়ে অবগত নয় এমনটা নয়। সিপিএমের পক্ষ থেকে এক প্রতিনিধিদল রাজ্যপালকে এবিষয়ে জানালে তিনি নিশ্চয়তা দিয়েছিলেন ত্রিপুরার রাজনৈতিক সন্ত্রাস হবে না। প্রত্যেক রাজনৈতিক দলের নিজের নিজের কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সন্ত্রাস এখনো অব্যাহত রয়েছে। যারা আক্রান্ত হচ্ছেন তারা থানায় গেলে মামলা নেওয়া হচ্ছে না। নয়তো উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন, এভাবে কতদিন ? ধৈর্যের একটা সীমা থাকে। এদিকে কোভিড পরিস্থিতিতে রক্তদান শিবির করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৫ই জুন ২০২১