মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিদের হামলায় কাশ্মীরে প্রাণ হারালেন সিআইডি ইন্সপেক্টর পারভেজ আহমেদ দার। তাঁর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারা এই হত্যার সঙ্গে জড়িত রয়েছে, তার সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পারিমপোরা থানার দায়িত্বে ছিলেন নিহত অফিসার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় শ্রীনগরের নৌগামের অন্তর্গত কানিপোরার এক মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন পারভেজ। ফেরার পথেই আচমকা তাঁর উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। তাদের চালানো গুলিতে লুটিয়ে পড়েন পারভেজ। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সম্প্রতি। গত সপ্তাহেই সোপোরের আরামপোরায় একটি চেকপোস্টে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। ওই ঘটনায় দুই পুলিশকর্মী এবং দু’জন সাধারণ মানুষের মৃত্যু হয়। আহত হন দু’জন নিরাপত্তা আধিকারিকও।
আরশিকথা দেশ-বিদেশ
২২শে জুন ২০২১