এবার গুয়াহাটির আইআইটি-র এক পড়ুয়া দল তৈরি করে ফেলেছে আশ্চর্য এক সফটওয়্যার। যার সাহায্যে নাকি চিহ্নিত করা যাবে কোন রোগীদের ভেন্টিলেশনে রাখতে হবে। এমনকী, কাদের এখনই হাসপাতালে ভর্তি করতে হবে তাও বলে দেবে ওই সফটওয়্যার।কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তত্ত্বাবধানে আইআইটির পড়ুয়াদের তৈরি করা সফটওয়্যারটির নাম দেওয়া হয়েছে ‘কোভিড সেভেরিটি স্কোর’। একে ঘিরে প্রত্যাশা বাড়ছে কেন্দ্রের। কিন্তু কীভাবে রোগীর শরীরে সংক্রমণের তীব্রতাকে দ্রুত মেপে ফেলবে এই সফটওয়্যার? আসলে এই সফটওয়্যার একটা অ্যালগরিদম মেনে কাজ করে। আর সেই অনুযায়ীই রোগীর শরীরে সংক্রমণের তীব্রতা কতটা তা নির্ধারণ করে। রোগীর শরীরে অসুখের লক্ষণ, গুরুতর প্যারামিটারগুলি, টেস্ট রিপোর্ট এবং কোমর্বিডিটি আছে কিনা, থাকলেও কতটা ইত্যাদি জরুরি তথ্যের সাহায্যে বিচার করে ওই সফটওয়্যার। তারপর রোগীর আগের রিপোর্ট ও অন্যান্য তথ্যের সঙ্গে দ্রুত মিলিয়ে নিয়ে রোগীর বর্তমান পরিস্থিতি প্রকাশ করে নির্দিষ্ট এককের সাহায্যে।যার সাহায্যে সহজেই বোঝা সম্ভব হবে রোগীকে হাসপাতালে ভরতি করা কিংবা তাঁকে ভেন্টিলেশনে রাখার সম্ভাবনার দিকটা।
আরশিকথা দেশ-বিদেশ
২২শে জুন ২০২১