আবহাওয়া দফতরের তরফ থেকে আগামী ২৭ জুন পর্যন্ত পূর্বাভাসে ১৭ টি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজ্যগুলি হল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খ্ণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পণ্ডিচেরী এবং কেরল। আগামী তিন দিন অর্থাৎ শুক্র শনি রবি এই তিনদিন ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, উত্তর প্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর. মিজোরাম, ত্রিপুরা, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়লসীমা, কেরল, মাহে, তামিলনাড়ু, পণ্ডিচেরী এবং কড়াইকালে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪শে জুন ২০২১