আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা জগন্নাথ জিউ'র মন্দিরে নিয়ম রক্ষার পূজায় পালিত মহা স্নানযাত্রা উৎসব ঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    মহা স্নানযাত্রা উপলক্ষে ব্যাপক সংখ্যক মানুষ সমবেত হলেন আগরতলা জগন্নাথ জিউ'র মন্দিরে। মন্দির কর্তৃপক্ষের তরফে অবশ্য স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে করোনা পরিস্থিতির দরুণ প্রভু জগন্নাথের স্নান যাত্রা উপলক্ষে কোনরকম মহোৎসব হবে না। শুধু নিয়ম রক্ষার পূজা হবে। ভক্তবৃন্দদের বাড়িতে থেকেই ভগবানকে স্মরণ করার কথা বলা হয়েছে।

    যারা জগন্নাথ দর্শনে গিয়েছিলেন তাদের ভীড় না  জমিয়ে দর্শন করেই চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এদিন সকাল থেকেই ভক্ত সমাবেশ শুরু হয়। দুপুর অবধি ভালো সংখ্যক দর্শনার্থী মন্দিরে সমবেত ছিলেন। এদিন উপস্থিত ভক্তদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এদিকে অম্বুবাচীতে তিথি হওয়ায় একে অপরের সঙ্গে সিঁদুর খেলায়ও মত্ত হন। সচেতন মানুষের অভিমত জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে মানুষ যেভাবে মন্দিরে সমবেত হয়েছেন তাতে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাদের অভিমত রথযাত্রা সময় যেন প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ বিকল্প চিন্তা ভাবনা করে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে অমিত ভৌমিক

    ২৪শে জুন ২০২১
     

    3/related/default