আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা সংক্রমণে প্রয়াতের পরিবারকে শিশু সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তাঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বিশালগড় মহকুমার করোনা সংক্রমণে অকাল প্রয়াত অলক দেবনাথ ও চন্দন ঘোষের শিশুপুত্র  ও  কন্যাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। মহকুমায় করোনা সংক্রমণে প্রয়াত অলক দেবনাথের দুই পুত্র সন্তান ও চন্দন ঘোষের দুই শিশু কন্যা এই প্রকল্পে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের আগামী এক বছর প্রতি মাসে এই আর্থিক সহায়তা দেয়া হবে। উল্লেখ্য, বিশালগড় মহকুমার পূর্ব লক্ষীবিলের অলক দেবনাথ ও ঘনিয়ামারার চন্দন ঘোষ গত মে মাসে করোনা সংক্রমণে মারা যান।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২২শে জুন ২০২১
     

    3/related/default