আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশের তিন রাজ্যে মিলল করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্তের খোঁজঃ ভারত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    ভারতে খোঁজ মিলল কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের। জানা যাচ্ছে, দেশের তিন রাজ্যে পাওয়া গিয়েছে অতি সংক্রামক করোনার এই নতুন প্রকারভেদের খোঁজ। গত ১৬ জুন মধ্যপ্রদেশে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত প্রথম কেসের খোঁজ সামনে এসেছিল। এবার কয়েকদিনের মধ্যেই কেরল জানালো সেখানে ৩ টি ও মহারাষ্ট্র জানিয়েছে সেখানে ২১টি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের আক্রান্তের খোঁজ মিলেছে।১৬ জুন যখন ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের প্রথম কেস ধরা পড়ে সেদিনই নীতি আয়োগের সদস্য  (স্বাস্থ্য) ভিকে পল জানিয়েছিলেন, করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের এক ধরণের রূপান্তরিত রূপ এটি। এই ভ্যারিয়্যান্টে নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালুর কথা জানানোর পাশাপাশি এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও জানিয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। দেশের বিভিন্ন প্রান্তে আনলক প্রক্রিয়া শুরুর সঙ্গে মানুষের নিয়ম মানতে ঢিলেমির প্রসঙ্গ তুলেই যে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।অতি সংক্রামকের পাশাপাশি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে কোভিডের চেনা উপসর্গ সব সময় দেখা যাচ্ছে না, যা নিয়েই চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।


    আরশিকথা দেশ-বিদেশ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২২শে জুন ২০২১
     

    3/related/default