করোনার বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় ওষুধ, কিছু হাসপাতালের সরঞ্জাম এবং অন্যান্য আইটেমের উপর ট্যাক্স কমানো হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের জন্যে ব্যবহৃত ওষুধে লাগবে না কোনো ট্যাক্স। জিএসটি কাউন্সিলের ৪৪তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ টোকিলিজুমাব এবং আম্ফোটেরিকিন বি এর মতো ওষুধের জন্য কোনও কর নেওয়া হবে না। অ্যাম্বুলেন্সগুলিতে জিএসটির হার কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে এবং তাপমাত্রা পরীক্ষার সরঞ্জামের উপর ৫ শতাংশ জিএসটি কমানো হয়েছে। বর্তমানে অ্যাম্বুলেন্সে জিএসটি হার ২৮ শতাংশ। তবে ভ্যাকসিনের উপর ৫ শতাংশ জিএসটি বজায় থাকলো। শনিবার একথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও করোনার ভ্যাকসিনে জিএসটি মকুব করার দাবি ক্রমেই তীব্র হচ্ছিল।
আরশিকথা দেশ-বিদেশ
১২ই জুন ২০২১