আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দীঘার সমুদ্র সৈকতে ভেসে এল বিরল প্রজাতির সামুদ্রিক মাছ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ



     দীঘার সমুদ্র সৈকতে ভেসে এলো বিলুপ্ত প্রজাতির কয়েকশো সামুদ্রিক মাছ। যা দেখে রীতিমত হতবাক পর্যটক মৎসজীবী ও স্থানীয়রা। স্থানীয়দের কথায় সকালে মৎসজীবীদের জালে ধরা পড়ে এই বিলুপ্ত প্রজাতির সামুদ্রিক প্রাণী। আবার কেউ বলছেন সমুদ্রের জোয়ার এর কারনে এই মাছ গুলো দীঘার কিনারে চলে এসেছে। প্রাণ খুলে আনন্দে মেতে উঠতে অনেকেই বেছে নিয়েছেন হাতের কাছে থাকা টুরিস্ট ডেস্টিনেশন দিঘাকে। দীঘাতে ঘুরতে আসা কোনো কোনো পর্যটকদের মতে দীঘার কিনারায় আসা এটি সামুদ্রিক ব্যঙ যা সাধারণত খাওয়া হয় না। কিন্তু উল্টে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কোনো কোনো পর্যটকদের মতে এই মাছগুলি ভেসে দীঘার পারে আসায় দুর্গন্ধ যেমন ছড়াবে পাশাপাশি পরিবেশও দূষিত হবে।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২২শে জুন ২০২১ 

    3/related/default