মিজোরামের ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেন, তাঁর বিধানসভা অঞ্চলে সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে! উল্লেখ্য,সম্প্রতি অসমে কার্যকর হয়ে গেছে দুই সন্তান নীতি। এছাড়াও আরও কোনও কোনও রাজ্য এমন পদক্ষেপের দিকে অগ্রসর হতে চাইছে। এমতাবস্থায় এই ঘোষণায় গোটা দেশকে বিস্মিত করেছে।এদিকে ‘ফাদার্স ডে’ উপলক্ষে এই ঘোষণা করেছেন মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাইয়া রয়তে। তিনি আইজল পূর্ব-২ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই অঞ্চলে যে পরিবারের সন্তানসংখ্যা সর্বাধিক থাকবে তাদের তিনি পুরষ্কার দেওয়া কথা জানিয়েছেন। গোটা দেশের নিরিখে মিজোরামের জনঘনত্বের ছবিটা একেবারেই আলাদা। যেখানে গোটা দেশে প্রতি বর্গ কিলোমিটারে ৩৮২ জন বাস করেন, সেখানে মিজোরামের জনঘনত্ব মাত্র ৫২! সেকথা উল্লেখ করে রবার্ট জানাচ্ছেন, ‘‘বন্ধ্যাত্বের হার ও কমতে থাকা জনঘনত্ব বহু বছর ধরেই রাজ্যের উদ্বেগের অন্যতম বিষয়।’’ আর সেই কারণেই এমন ঘোষণা করলেন তিনি। সেই সঙ্গে মিজোরামের ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিয়েছেন, তাঁরই ছেলে যে উত্তর-পূর্বের পরামর্শদাতা সংস্থার মালিক, সেই সংস্থাই ১ লক্ষ টাকার পুরস্কারমূল্যটি স্পনসর করবে। প্রসঙ্গত, আইজল এফসি-র মালিক রবার্টের ক্লাবেরও প্রধান স্পনসরও ওই সংস্থাই।
আরশিকথা দেশ-বিদেশ
২২শে জুন ২০২১