শিক্ষার্থীদের পরীক্ষার সংক্রান্ত বিষয় নিয়ে তিন দফা দাবিতে ওর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় এডুকেশনের অধিকর্তার কাছে। তাদের দাবিগুলি হচ্ছে পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষাবিদসহ বিশেষজ্ঞদের সাথে পরামর্শক্রমে এক করতে হবে। শিক্ষাবর্ষ নষ্ট না করে অবিলম্বে পঞ্চম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের ইন্টার্নাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে দ্রুত ফল প্রকাশ করা এবং সকল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে অতি দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। সংগঠনের পক্ষ থেকে সভাপতি মৃদুল কান্তি সরকার ও সম্পাদক রামপ্রসাদ আচার্য এখবর জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৯ই জুন ২০২১