Type Here to Get Search Results !

করোনা পরিস্থিতি নিয়ে ভারত ও আমেরিকাকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য ফিলিপিন্সের প্রেসিডেন্টের 

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


এবার করোনা পরিস্থিতি নিয়ে ভারত ও আমেরিকাকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য করলেন  ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। ইতিপূর্বেও বিতর্কিত মন্তব্যের জেরে বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট । জাতির উদ্দেশে ভাষণে দুতার্তে বলেন, “যাঁরা ভ্যাকসিন নিতে চাইছেন না তাঁরা ভারত চলে যান। বা আমেরিকা চলে যান। যেখানে খুশি যান।” করোনা সঙ্কট মোকাবিলায় ফিলিপিন্সে কড়া বিধিনিষেধ জারি করেছেন দুতার্তে। তবে লকডাউন বলবৎ করতে অত্যাধিক বলপ্রযোগে অভিযুক্ত তাঁর প্রশাসন। কিন্তু তুমুল সমালোচনার মুখে পড়েও মোটেও দমে যাননি প্রেসিডেন্ট দুতার্তে। বরং ফের বিতর্ক তৈরি করে নিজের বার্তায় তিনি বলেন, “করোনা রুখতে আমাদের চেষ্টা আরও তিনগুণ বাড়িয়ে তুলতে হবে। আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমাদের দেশ বড়সড় বিপদের মোকাবিলা করছে। আপনার যদি ভ্যাকসিন নিতে না যান তাহলে গ্রেপ্তার হতে হবে। আরও তারপর জোর করে নিতম্বে টিকা দেওয়া হবে। যাঁরা টিকা নিতে চাইছেন না তাঁরা ভারত বা আমেরিকা চলে যান।”উল্লেখ্য, গত বছর করোনা রুখতে দেশে কড়া লকডাউন জারি করেন প্রেসিডেন্ট দুতার্তে। বিধিনিষেধ ভঙ্গকারীদের গুলি করে মারা হবে বলেও সেবার হুমকি দিয়েছিলেন তিনি। তবে চলতি বছরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু রাজধানী ম্যানিলা-সহ একাধিক শহরে সংক্রমণ বাড়ায় ফের বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারত ও আমেরিকার প্রসঙ্গ টেনে দু’টি দেশে করোনার ভয়াবহতা তুলে ধরেছেন দুতার্তে। তাই তাঁর এহেন মন্তব্য। কিন্তু এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জেরে কূটনৈতিক মঞ্চে নয়াদিল্লি-ম্যানিলা সম্পর্ক ধাক্কা খাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৪শে জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.