পেট্রোল ও ডিজেলের দাম লাগাতর বৃদ্ধির প্রতিবাদে শেষ পর্যন্ত মাঠে নামলো যুব কংগ্রেস। সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। শনিবার দুপুরে আগরতলায় এই কর্মসূচিতে নেতৃত্ব দিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি পূজন বিশ্বাস। দলীয় কর্মীদের নিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন।
তিনি বলেন, দেশের মেট্রো সিটিগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৩০ টাকা পার হয়ে গেছে। রাজ্যের বাজারেও পেট্রোল প্রতি লিটার প্রায় ৯৬ টাকা। তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে অথচ কেন্দ্র ও রাজ্য সরকারের দাম নিয়ন্ত্রণে কোন উদ্যোগ নেই। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তাই এদিন দেশের প্রতিটি রাজ্যে একই সময়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৫ই জুন ২০২১