Type Here to Get Search Results !

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে মৃত ৭১৯ জন চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন ৭১৯ জন চিকিৎসক। যার মধ্যে বেশিরভাগই বিহারের। শনিবার এই তথ্য প্রকাশ করল ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন।আইএমএ-এর তথ্য অনুযায়ী, ৭১৯ জন চিকিৎসকের মধ্যে বিহারের ১১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দিল্লির ১০৯ চিকিৎসকের প্রাণ কেড়েছে করোনা। এরপরই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান। যেখানে করোনার জেরে চিকিৎসা মহলেও যথেষ্ট প্রভাব ফেলেছে। তথ্য বলছে, করোনার জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৭৯ জন চিকিৎসকের। পশ্চিমবঙ্গে প্রাণ হারিয়েছেন ৬৩ জন চিকিৎসক। রাজস্থানেও চিকিৎসকদের মধ্যে বেশ প্রভাব ফেলেছে মারণ ভাইরাস। সেখানে ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ

১২ই জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.