বিভিন্ন সময়ে নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছে ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই রবিবার মহারাজগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে স্যানিটাইজার,মাস্ক, ছাতা বিতরণ করা হয় এসোসিয়েশনের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সম্পাদক সুজিত রায় এবং, সহ সভাপতি মিন্টু কর, প্রাণ গোপাল সাহা, যুগ্ম সম্পাদক অভিজিৎ দেব, এবং প্রদেশ বনিক, সজিব সাহা, জহর লাল বনিক, সোমেন রায়,অশোক সাহা, প্রমুখ। আর সঙ্গে ছিলেন সবজি সমিতির সভাপতি, সন্তোষ সাহা, সম্পাদক ভোলানাথ ঘোষ এবং নেতৃবৃন্দরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৬ই জুন ২০২১