করোনায় আক্রান্ত হলেন ধর্ষণ ও হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। রবিবার তাকে গুরগাঁওয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছে সে। গত ৩ জুন পেটে ব্যথা শুরু হয় তার। তখনই রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ নিয়ে গিয়ে তার কয়েকটি পরীক্ষা করা হয়। কিন্তু করোনা পরীক্ষা করাতে চায়নি রাম রহিম। অবশেষে রবিবার ৫৩ বছরের ধর্ষককে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় করোনা পরীক্ষা করাতে। কড়া পুলিশ প্রহরার মধ্যেই পরীক্ষা হয়। ফলাফল হাতে আসতেই জানা যায় সে কোভিড পজিটিভ। উল্লেখ্য,গত মাসেও অসুস্থ হয়ে পড়েছিল রাম রহিম। বিতর্কিত ধর্মগুরুর রক্তচাপের সমস্যা হয়েছিল। সেই সঙ্গে ছিল ঝিমুনি ভাব। এক রাত হাসপাতালে রেখে তার চিকিৎসাও করানো হয়েছিল।
আরশিকথা দেশ-বিদেশ
৬ই জুন ২০২১