নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ
ক্রমশই দেশে কমছে দৈনিক করোনা সংক্রমণের হার। মঙ্গলবার তা নেমে এসেছে ৬০ হাজারে। গত ৭৫ দিনে এটিই সর্বনিম্ন সংক্রমণ। এদিন আক্রান্তের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। সোমবারের রিপোর্টে আক্রান্তের সংখ্যা ছিল ৭০ হাজার ৪২১ জন। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী মঙ্গলবার গত ৭৫ দিনের নিরিখে সবচেয়ে কম মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে করোনা জয়ের দিকে এগোচ্ছে দেশ। আক্রান্তের পাশাপাশি মঙ্গলবার মৃত্যুর সংখ্যাও কমছে। মঙ্গলবার সেই সংখ্যা নেমে এসেছে ২ হাজার ৭২৬ জনে। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৪৮১ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার ৪৭২ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জনের।
আরশিকথা দেশ-বিদেশ
১৫ই জুন ২০২১