মুক্ত বাতাসে নেওয়া যাবে শ্বাস-প্রশ্বাস। বাইরে বেরলে আর প্রয়োজন নেই মাস্ক পরার। এমনকী দশদিন আগেই ২০ জুন থেকে তুলে দেওয়া হবে নাইট কারফিউ-সহ একাধিক করোনা সংক্রান্ত বিধিনিষেধও। বুধবার এমনটাই ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাসটেক্স। করোনার প্রথম ঢেউয়ের পর কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছিল গোটা ইউরোপ। ফ্রান্সেও জারি ছিল মৃত্যুমিছিল। সংক্রমণ রুখতে কড়া লকডাউন, বাইরে বেরলেই মাস্ক ব্যবহারের নিয়ম চালু করে ফরাসি প্রশাসন। এছাড়া সমস্ত রকম জমায়েতে নিষেধাজ্ঞাও চাপানো হয়েছিল। তবে বর্তমানে এই দেশের কোভিড পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই ভাল। দেশে টিকাকরণের কাজও চলছে জোরকদমে। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধের ব্যাপারে আলোচনা হয়। তারপরই সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন ফরাসি প্রধানমন্ত্রী। এদিন জিন কাসটেক্স জানান, বৃহস্পতিবার থেকেই বাইরে বেরলে সাধারণ মানুষের মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। তবে কিছুক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম থাকবে। এছাড়া আগামী ৩০ জুন থেকে নাইট কারফিউ তোলার কথা থাকলেও তা আরও দশদিন আগেই তুলে নেওয়া হবে।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই জুন ২০২১