এখনই ফেরা যাবে না স্বাভাবিক জীবনে। ইচ্ছেমতো মাস্ক খুলেও ঘোরা যাবে না। তা যতই টিকার দুটি ডোজ নেওয়া থাকুক না কেন! এমনই বলছে আমেরিকার স্বাস্থ্য বিষয়ক সংস্থা। তাঁদের কথায়, সংক্রমণ ছড়িয়েছে এমন জায়গায় ‘ইনডোর সেটিং’এ মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁরা টিকার দুটি ডোজ নিয়েছেন তাঁদেরও পরতে হবে মাস্ক। কী এই ‘ইনডোর সেটিং’? চার দেওয়ালের মধ্যে বহু মানুষ জড়ো হন, এমন জায়গা। অর্থাৎ অফিস, সিনেমা হল কিংবা অডিটোরিয়াম।মে মাসেই আমেরিকার Centers for Disease Control and Prevention জানিয়েছিল, যাঁদের ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হয়েছে ইনডোর সেটিংয়ে তাঁদের মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। মাস ঘুরতেই সেই অবস্থান থেকে সরে দাঁড়াল ওই সংস্থা। সংস্থার ডিরেক্টর রচেল ওয়ালেনস্কি জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন প্রান্তে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াচ্ছে। হুড়মুড়িয়ে বাড়ছে সংক্রমণ। তাই মাস্ক নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হল। উল্লেখ্য, ওয়াশিংটনে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সে কথা মাথায় রেখে হোয়াইট হাউসের সমস্ত কর্মচারীকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
২৮শে জুলাই ২০২১