চিনের উপর চাপ তৈরি করতে পূর্ব লাদাখ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করল ভারত। নর্দান কম্যান্ডের আওতাধীন সন্ত্রাসদমন শাখার জওয়ানদের সরিয়ে আনা হয়েছে লাদাখ এলাকায়। উদ্দেশ্য, চিনের উসকানিমূলক আচরণের জবাব দেওয়া। প্রয়োজন মতো চিনা আগ্রাসন রুখে দেওয়া। ভারতীয় সেনার এ হেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।গত বছর জুন-জুলাই মাস নাগাদ লাদাখ সীমান্তে একাধিকবার উসকানিমূলক আচরণের অভিযোগ উঠেছিল চিনের বিরুদ্ধে। এমনকী, তাঁদের আগ্রাসন রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান। এর পর থেকেই লাদাখ সীমান্ত সুরক্ষায় আরও বেশি জোর দিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, ১৫ হাজার জওয়ানকে মূলত সুগার সেক্টরে মোতায়েন করা হয়েছে। যাঁরা লেহ-এর ১৪ কর্পস কমান্ডোদের সাহায্য করবে। এই অতিরিক্ত বাহিনী পার্বত্য অঞ্চলে কিংবা পার্বত্য মরু অঞ্চলে যুদ্ধ পরিচালনায় অত্যন্ত দক্ষ। গত বছর চিনা আগ্রাসনের পর থেকেই এই এলাকায় প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। রয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্রও।
আরশিকথা দেশ-বিদেশ
২৪শে জুলাই ২০২১