Type Here to Get Search Results !

একটু ভরসা একটু ভালোবাসা" ...... ত্রিপুরা থেকে টিংকু রঞ্জন দাস এর কবিতা

একটু ভরসা একটু ভালোবাসা

**"""**"""*"""'**


যে মেয়েটি বিরহ সইতে না পেরে

সিলিং ফ্যানে ওড়নায় ঝুলে,

যে ছেলেটি বেকারত্বের জ্বালায়

দরজায় দরজায় ঘুরে

অবশেষে হাতে তুলে নেয় কীটনাশক, নয়তো

রেললাইনে জীবনের শেষ নিঃশ্বাস ছাড়ে,

যে বধূটি সংসারের ঘানি টানতে টানতে

ক্লান্ত অবসন্ন দেহে উনুনের আঁচে ভাগ্যকে দোষে,

তারা সকলেই কোন না কোনভাবে অবজ্ঞার শিকার।

জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়েই

তারা বেছে নেয় অন্তিম শয্যা

অথচ একটু ভালোবাসায়

তারাও পেতে পারে জীবনের স্বাদ

একটু ভরসার আশ্বাস পেলে

তারাও নতুন জীবনের স্বপ্নে বিভোর হতে পারে

একাকিত্বের তীব্র জ্বালা কে দূরে সরিয়ে

তারাও গাইতে পারে বেঁচে থাকার গান।


- টিংকু রঞ্জন দাস, ত্রিপুরা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

২৫শে জুলাই ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. "একটু ভরসা একটু ভালোবাসা" -- কলমে টিঙ্কু রঞ্জন দাস মহাশয়ের কবিতা পাঠ করে খুব ভালো লাগলো। সমাজের আন্ধাকানুনের শিকার হয়ে যারা তাদের অমূল্য জীবনকে হতাশায় পর্যবসিত করে অকারণে অকাল মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হচ্ছে-- এই কাব্যিক নিবেদনে যেন তাদের মনের কথাগুলো পরিস্ফুট। সুন্দর উপস্থাপনা। ভীষণ ভালো লাগলো। কবির কলমকে কুর্নিশ জানাই। কলম চলুক দুর্বার গতিতে।

    উত্তরমুছুন