আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জলছাপ....... মিঠুন রায়, ত্রিপুরা

    আরশি কথা

    জলছাপ.......


    বৃষ্টির বহমান স্রোতের ফল্গুধারায়

    ভেসে যাচ্ছে আমার ব্রক্ষ্মযোনি,

    মৃত্তিকার ভূগোল দশা কাটিয়ে

    গর্ভে প্রবেশ করছে অন্তঃসলিলা।

    অতীতের অবয়ব স্তর ভুলে- নিজেকে মেলে দিয়েছি সবুজের গালিচায়।

    স্মৃতি পাল্টে অজান্তে রয়ে গেলাম কামুক বীর্যের মাঝে!

    শুধু তফাৎ খুঁজে পেলাম না সত‍্য-মিথ‍্যার,

    অবচেতন মন শৃঙ্গার করে

    বরাবরই রাজবেশে স্বপ্নপুরীর মতো

    আমি মধ‍্যগগনে চেয়ে দেখি-

     মায়াবাদুড়ের জলছাপ ভেসে বেড়ায় পেঁজা তুলো মতো।


    - মিঠুন রায়, ত্রিপুরা


    ২৫শে জুলাই ২০২১

     

    3/related/default