বৃষ্টির বহমান স্রোতের ফল্গুধারায়
ভেসে যাচ্ছে আমার ব্রক্ষ্মযোনি,
মৃত্তিকার ভূগোল দশা কাটিয়ে
গর্ভে প্রবেশ করছে অন্তঃসলিলা।
অতীতের অবয়ব স্তর ভুলে- নিজেকে মেলে দিয়েছি সবুজের গালিচায়।
স্মৃতি পাল্টে অজান্তে রয়ে গেলাম কামুক বীর্যের মাঝে!
শুধু তফাৎ খুঁজে পেলাম না সত্য-মিথ্যার,
অবচেতন মন শৃঙ্গার করে
বরাবরই রাজবেশে স্বপ্নপুরীর মতো
আমি মধ্যগগনে চেয়ে দেখি-
মায়াবাদুড়ের জলছাপ ভেসে বেড়ায় পেঁজা তুলো মতো।
- মিঠুন রায়, ত্রিপুরা
২৫শে জুলাই ২০২১