প্রকাশ পাড়ুকোনের আগে ভারতের কিংবদন্তি শাটলার বলতে তাঁর নামই জানত দেশ। বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন সেই নন্দু নাটেকর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-সহ বিশিষ্টজনেরা। ১৯৫৬ সালে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক খেতাব জিতেছিলেন নন্দু নাটেকর। জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে জিতেছেন একশোরও বেশি ট্রফি। একটা সময় বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থানটি দখল করেছিলেন। ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের কাছে তিনিই ছিলেন প্রথম আইকন। বুধবার পুণেতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৮৮ বছরের কিংবদন্তি। বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি। রেখে গেলেন ছেলে গৌরব এবং দুই মেয়েকে। ছেলে নিশ্চিত করেন, গত তিন মাস ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি।
আরশিকথা দেশ-বিদেশ
২৮শে জুলাই ২০২১