বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করল সাংবাদিকদের মোট আটটি সংগঠন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, রাজ্য সরকারের তথ্য দপ্তরের গঠিত এম্পাওয়ার কমিটি গঠন করা এবং স্বচ্ছ ভাবমূর্তি ও অভিজ্ঞতাসম্পন্ন সংবাদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা। ইলেকট্রনিক্স ও সংবাদপত্রের পর্যাপ্ত বিজ্ঞাপন প্রদান করা। বিভিন্ন আইসিএ সেন্টার গুলিতে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা ক্রয় করা। অবিলম্বে স্বাস্থ্য বীমা চালু করা। হাউসিং স্কিম বাস্তবায়িত করা প্রভৃতি।
২৬ জুলাই তথ্য দপ্তরের অধিকর্তার কাছে এই স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনগুলির পক্ষ থেকে। আটটি সংগঠনের মধ্যে রয়েছে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি, ত্রিপুরা উইকলি নিউজ পেপার এসোসিয়েশন, ত্রিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম, ত্রিপুরা ইন্ডিজিনিয়াস পিপলস প্রেস অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা নিউজপেপার সোসাইটি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৭শে জুলাই ২০২১