যোগগুরু স্বামী রামদেবের পতঞ্জলি'র শাখা খুলতে চলেছে রাজ্যে। শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে কথোপকথন হয়েছে রামদেবের। এদিকে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব নিজে গিয়ে রামদেবের সঙ্গে দেখা করে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল সাইটে জানান, ত্রিপুরায় যোগ ও প্রাকৃতিক চিকিৎসার একটি বড় কেন্দ্র স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেছেন যোগগুরু রামদেব। আমি যোগগুরুর ইচ্ছাকে সম্মান করি। আশ্বাস দিয়েছি আমাদের সরকার এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে। এদিকে স্বামী রামদেব বলেন, পতঞ্জলির একটি একটি বড় সেন্টার করতে চান ত্রিপুরায়। ত্রিপুরা হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের আত্মা। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে ত্রিপুরার অনেক ক্ষতি হয়েছে। তাই ত্রিপুরাবাসীর উন্নতির জন্য তিনি এখানে পতঞ্জলির সেন্টার করতে চান। মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে সদর্থক বলে জানিয়েছেন বাবা রামদেব।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৯ই জুলাই ২০২১