করোনার ডেল্টা প্লাসের সন্ধান মিলল রাজ্যের সবক'টি জেলায়। গত কিছুদিন আগেই রাজ্যের এপ্রিল এবং মে মাসের করোনার নমুনা পরীক্ষার জন্য বহিঃরাজ্যে পাঠানো হয়েছিল। এতে ৯০ শতাংশ রোগীর মধ্যেই পাওয়া যায় ডেল্টা প্লাস সংক্রমণ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যা উদ্বেগের কারণ বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ভয়াবহ এই করোনা পরিস্থিতির কারণে শনিবার দুপুর ১২ টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত জারি করা হয়েছে উইকেন্ড কারফিউ। মহাকরণের এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন রাজস্ব দপ্তর আধিকারিক তনুশ্রী দেববর্মা। সোমবার সকাল ছয়টা থেকে আগের মতোই জারি থাকবে করোনা কারফিউ। তবে সোমবার দুপুর দুটোর পরিবর্তে দুপুর বারোটা থেকেই চালু হয়ে যাবে ডে কারফিউ। এই নির্দেশিকা আগামী ১৭ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। পরিস্থিতির নিরিখে আগামী ১৭ জুলাই ফের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান শ্রীমতী দেববর্মা। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকানপাঠ বন্ধ থাকবে উইকেন্ড কারফিউতে বলে জানান তিনি। তিনি বলেন, পরিস্থিতির ভয়াবহতার নিরিখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হলেও রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত রুখতে সপ্তাহান্তে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানিয়ে দিলেন তিনি। করোনা পরিস্থিতির নিরিখে কারফিউ বাড়ানো এবং কমানো হবে বলেই জানান শ্রীমতী দেববর্মা। তিনি বলেন, করোনার বাড়বাড়ন্ত রুখতে এবং করোনার চেইন ভাঙতে রাজ্যবাসীকে আরো সচেতন হতে হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৯ই জুলাই ২০২১