ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর চারটি প্রধান বাজারে চালু করা হলো মাস্ক ব্যাংক। লেইক চৌমুহনী বাজার, বটতলা বাজার, মঠ চৌমুহনী বাজার এবং মহারাজগঞ্জ বাজারে চালু হয় এই মাস্ক ব্যাংক। এ ব্যাপারে বলতে গিয়ে ত্রিপুরা মার্চেন্ট এসো'র সম্পাদক সুজিত রায় বলেন, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য সচেতনতা লক্ষ্যেই এই উদ্যোগ। এদিকে গোটা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বাজারগুলির সময়সীমা বৃদ্ধিরও আবেদন জানান তিনি। শ্রী দে বলেন, লক্ষ্য করা যাচ্ছে রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাজারগুলোতে প্রচুর সংখ্যক জনসমাগম হচ্ছে।
সে কারণেই বাজারগুলির সময়সীমা বাড়িয়ে দেওয়ার আবেদন জানান তিনি। তিনি বলেন, কোভিড বিধি মেনে ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সময়সীমা বৃদ্ধি হলেও স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের সকল গাইডলাইন মেনেই ব্যবসা চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেন শ্রী রায়।এদিকে গোটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মার্চেন্ট এসো'র সভাপতি তুষার চক্রবর্তী, অর্গানাইজিং সম্পাদক প্রাণ গোপাল সাহা, সহ-সম্পাদক অভিজিত দেব সহ অন্যান্যরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৪ঠা জুলাই ২০২১