আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাধ্যমিকের ফল প্রকাশঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    করোনা মহামারিজনিত পরিস্থিতির কারণে এ বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে তাদের সুপারিশ অনুযায়ী স্কুলের পরীক্ষার উপর ভিত্তি করে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়।

    শনিবার পর্ষদ মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশ করে। এ বছর পাসের হার ৮০.৬২ শতাংশ। রেগুলার পরীক্ষার্থী ছিলেন ৩৯,৯৮৭জন। মোট পরীক্ষার্থী ছিল ৪৬,৬০৩ জন। জেলাভিত্তিক হিসেবে গোমতী জেলায় পাসের হার সবচাইতে বেশি। আর সবচাইতে কম ধলাই জেলায়। ১০০ শতাংশ পাশের হার রয়েছে ৪২৬ টি স্কুলের।
    এদিন পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ফল প্রকাশ করেন। তিনি বলেন, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পর্ষদের দেওয়া এই নম্বরে তুষ্ট হতে পারবে না তাদের করোনা পরিস্থিতির পর পরীক্ষার সুযোগ দেওয়া হবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৩১শে জুলাই ২০২১
     

    3/related/default