আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আজও প্রাসঙ্গিক......... আগরতলা থেকে মৌসুমী কর এর কবিতা

    আরশি কথা

    আজও প্রাসঙ্গিক 

    ------------------------


    এক চিলতে সুখের মতো 

    আজও প্রাসঙ্গিক তুমি 

    দিনলিপির প্রতিটি বাঁকে...

    জীবন তরী যতবারই হোঁচট খায় 

    আবারও নতুন উদ্যমে 

    অনামী স্রোতে ভেসে বেড়ায়। 

    আনচান করা বুকের আকাশে 

    বিসমিল্লার সানাই বেজে ওঠে

    বার বার.....

    সেখানে ভালোবাসি কথাটা 

    বড্ড ছাপোষা শোনায়....

    সেখানে অনিচ্ছার সহবাসের মতো 

    পেট গুলিয়ে আসেনা যন্ত্রণাগুলি।

    তুমি বলো তোমার কাঙাল হাত 

    কিন্তু ঐ হাতে 

    যতবার আলিঙ্গন করো 

    ততবারই কবিতা জন্ম নেয় ...

    তাহলে কি করে এগুলি

    কাঙাল হাত হয় 

    বুঝিয়ে বলতে পারো?


    -  মৌসুমী কর,আগরতলা


    ১লা আগস্ট ২০২১ 

     

    3/related/default