আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জগন্নাথ মন্দিরে শুরু ঝুলনযাত্রাঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আগরতলা জগন্নাথ মন্দিরের শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব। তবে সেই অর্থে সেভাবে উৎসব হচ্ছে না করোনা পরিস্থিতির কারণে নিয়ম-রক্ষার পুজো হবে।

    মঠাধ্যক্ষ ভক্তিকমল বৈষ্ণব কম সংখ্যক পুন্যার্থীদের মন্দিরে আসার জন্য আবেদন জানান। তিনি বলেন, মন্দিরে এলে কোভিড বিধি মেনে চলতে হবে। বুধবার একাদশীতে বিকেল সাড়ে চারটা থেকে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শুরু হয়। চলবে পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিন। ভক্তিকমল বৈষ্ণব বলেন, রাধাগোবিন্দের ঝুলন হচ্ছে ভক্তির উৎসব। বিশুদ্ধ প্রীতির মাধ্যমেই ভগবানকে লাভ করা হয়।

    ভগবানের প্রতি শ্রদ্ধা,ভক্তি এবং ভক্তরা আনন্দ উপভোগের জন্য ঝুলন যাত্রা উৎসব করে থাকেন। বৃন্দাবনে অষ্টসখীরা তা করেছিলেন। এদিকে ঝুলন যাত্রা উপলক্ষে সাজিয়ে তোলা হয় জগন্নাথ মন্দির। কৃত্তিম ফুল, পাতাবাহার আলোক রোশনাই ইত্যাদি নানা উপকরণ দিয়ে সাজানো হয় গোটা মন্দির চত্বর।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৮ই আগস্ট ২০২১
     

    3/related/default