অন্যান্য পদকজয়ীদের মতো দেশে ফিরতেই কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন মহিলাদের বক্সিংয়ে ব্রোঞ্জ পদকজয়ী অসমের লভলিনা বরগোঁহাই। শুধু সংবর্ধনা নয়, অসম সরকারের পক্ষ থেকে আর্থিক পুরস্কারও পেলেন লভলিনা। এছাড়া অসম পুলিশের উঁচু পদেও আসীন হলেন তিনি।বৃহস্পতিবার গুয়াহাটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনার হাতে এক কোটি টাকার চেক তুলে দেন। এছাড়া অসম পুলিশের ডিএসপি পদেও লভলিনাকে নিযুক্ত করা হয়েছে। এই ঘোষণার পরেই বরগোঁহাই পরিবারে খুশির হাওয়া। এদিকে, এদিনের অনুষ্ঠানে হিমন্ত বিশ্বশর্মা আরও জানান, লভলিনা বরগোঁহাইয়ের নামে গোলাঘাট জেলার সৌপাথর এলাকায় ২৫ কোটি টাকা খরচ করে একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে। সঙ্গে একটা রাস্তাও লভলিনার নামে নামাঙ্কিত করা হবে। লভলিনাকে সংবর্ধনা দেওয়ার কথা টুইটও করেন অসমের মুখ্যমন্ত্রী।
আরশিকথা দেশ-বিদেশ
১২ই আগস্ট ২০২১