টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার জয়কে স্মরণীয় করে রাখতে অনন্য সম্মান দিল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, প্রতিবছর ৭ আগস্ট দিনটিকে ‘জ্যাভলিন থ্রো ডে’ হিসেবে পালন করা হবে। শুধু তাই নয়, প্রতিবছর ওই দিনটিতে জ্যাভলিন থ্রোয়ের প্রতিযোগিতাও আয়োজিত হবে।গত ৭ আগস্ট টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। অভিনব বিন্দ্রা সোনা জেতার ১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন কোনও ভারতীয় ক্রীড়াবিদ। আর তারপরই গোটা দেশ আনন্দে উদ্বেল। মঙ্গলবার অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া জানিয়ে দিল, নীরজের সোনা জয়ের সম্মানে প্রতিবছর ৭ আগস্ট দিনটিকে ‘জ্যাভলিন থ্রো ডে’ হিসেবে পালন করা হবে। তার পাশাপাশি প্রতিবছর ওই দিনটিতে বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করা হবে। অলিম্পিকে পদক জয়ীদের সম্মান জানাতে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। সেখানেই সংস্থার প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত ভানোট এই ঘোষণা করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১০ই আগস্ট ২০২১