মানুষের কাছে একতা এবং সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এবং মানুষকে ঐক্যবদ্ধ রাখতে ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। এর সূচনা হবে ১৪ আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর মধ্য দিয়ে। এই দিনটিকে শহীদ সম্মান দিবস হিসেবে পালন করা হবে। মঙ্গলবার কংগ্রেস ভবন এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি জানান পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
বর্ষব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং কংগ্রেসের অবদানের কথা তুলে ধরা হবে। ইতিমধ্যেই এর প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানান তিনি। পিসিসি সভাপতি এদিন দেশের বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন কংগ্রেসই দেশকে শান্তি, সমৃদ্ধি ও প্রগতির দিশা দেখাতে পারে। ব্লক থেকে রাজ্যস্তর পর্যন্ত বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১০ই আগস্ট ২০২১