সাত দফা দাবিতে সোচ্চার হয়েছে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন। এসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধিদল শিক্ষা ভবনের দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয়। তাদের দাবির মধ্যে রয়েছে ১২৯ টি মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এইড-এর আওতায় আনা ও শিক্ষকদের নিয়মিত করা, কর্মরত অবস্থায় কোন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হলে পরিবারকে ২০ লক্ষ টাকা প্রদানসহ আরো কিছু।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, সংগঠনের রাজ্য সভাপতি আব্দুল আলিম। তিনি আশা ব্যক্ত করেন রাজ্য সরকার তাদের দাবিগুলো পূরণে উদ্যোগী হবে। মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ সময় ধরে বঞ্চনার শিকার বলে আক্ষেপ করেন তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ই আগস্ট ২০২১