প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিং এর ১১৪ তম জন্ম জয়ন্তী পালন করেছে প্রদেশ কংগ্রেস।শনিবার সকালে এর মূল অনুষ্ঠান হয় কংগ্রেস ভবনের সামনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিআই সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক তাপস দে সহ অন্যান্য নেতৃত্বরা।
শ্রী বিশ্বাস তার বক্তব্যে শচীন্দ্রলাল সিং এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রয়াত শচীন্দ্রলাল সিং আধুনিক ত্রিপুরা গড়তে চেয়েছিলেন। আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। সারা রাজ্যেই কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয় বলে জানান শ্রী বিশ্বাস। প্রসঙ্গত শচীন্দ্রলাল ছিলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। ১৯০৭ সালের ৭আগস্ট জন্মগ্রহণ করেছিলেন তিনি। প্রয়াত হন ২০০০ সালের ৮ ডিসেম্বর। প্রয়াত শচীন্দ্রলাল সিং ১৯৬৩ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ই আগস্ট ২০২১