Type Here to Get Search Results !

কানাডার প্রাকৃতিক সৌন্দর্য......কানাডা থেকে স্বাগতা বিশ্বাস

কানাডার প্রাকৃতিক সৌন্দর্য......


কানাডার পশ্চিম সীমানায়,

আমার অদেখা পিপাসু নয়ন

করছে ভ্রমণ বিধাতার অপরূপ সৃষ্টিশালায়।

নয়নাভিরাম দৃশ্যের ঐ খানেতেই ডালি মেলেছে

এ্যলবারটা বৃটিশ কলম্বিয়া আপন রূপরেখায়।

উজ্জ্বল তপন কিরণে,

প্রবল স্রোতের গুরুগুরু গর্জনে,

ঘন নীল আকাশ তলে ব্ইছে  প্রশান্ত মহাসাগর।

এই সাগর তটেই স্বগর্বে  দাঁড়িয়ে আছে

সৌন্দর্যের মুকুটধারী ভ‍্যা্্কুভার মহানগর।

সাদা ধূসরে গর্বিত বোধে  উন্নত শিরে দৃশ্যমান

দিগন্ত বিস্তৃত পাথুরে পর্বত বেম্ফ আর জেসপারে,

আলোর কণা গায়ে মেখে পাহাড় বেয়ে

কুলুকুলু রবে  ঝড়ছে ঝর্নার জল অঝোরে।

শান্ত ঝিলও যেন দেয় সাড়া মৃদুমন্দ স্নিগ্ধ পবনে,

সবুজের সমারোহে পাখীর কুজনে,

প্রজাপতি ভ্রমরের গুন্জনে,

অসংখ্য বাহারী ফুল হাসে

এই মধুর মহা মিলনে।

লেইক লুইস্ এর অপূর্ব রূপ চ্ছটায়,

যেন রামধনুর সাতটি রঙে 

স্রষ্টার মহীয়ান  সৃষ্টি প্রকৃতির রূপ সজ্জায়।

রূপ সাগরে ডুব দেওয়া মন 

হারিয়ে গেছে ভূ স্বর্গের আঙিনায়,

আপ্লুত দুচোখে ক‍্যামেরা বন্দী করে রেখেছি

আমি  আমার মনের মনিকোঠায়।

শুনেছিলাম লোকমুখে বৃটিশ কলম্বিয়া

এ্যলবারটার সৌন্দর্যের শিরোপার কথা,

নয়ন ভুলানো বাস্তবে অভিভূত কলম

যদি কিছু না লেখে   

তাহলে আমার ভ্রমণটাই  হবে যে বৃথা।।



- স্বাগতা বিশ্বাস, কানাডা
 

১লা আগস্ট ২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.