মঙ্গলবার আফগানিস্তান থেকে ৭৫ জনকে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার এক বিশেষ বিমান। সেই বিমানেই এল তিন কপি শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী নিজে দিল্লির বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁকে দেখা গেল মাথায় করে ওই ধর্মগ্রন্থকে নিয়ে হেঁটে যেতে। তাঁর সঙ্গে ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন ও বিজেপি নেতা আরপি সিং। শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় পবিত্র ধর্মগ্রন্থ। এদিন ৭৫ জনের মধ্যে ছিলেন ৪৬ জন আফগান শিখ ও হিন্দু। আফগানিস্তানে ফের তালিবান যুগ শুরু হওয়ায় যে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেদিকে তাকিয়ে ওই শিখদের দেশে ফেরার ঘটনায় কার্যত স্বস্তির নিশ্বাস ফেলেছেন দিল্লি শিখ গুরুদ্বার কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা। দেশে ফেরা শিখদের মধ্যে তিনজনকে মার্কিন সেনাই নিজেদের তত্ত্বাবধানে কাবুল বিমানবন্দরে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি।
আরশিকথা দেশ-বিদেশ সংবাদ
২৪শে আগস্ট ২০২১