Type Here to Get Search Results !

দুর্গাপুজোকে আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি দেওয়ার আবেদন ইউনেস্কো-র কাছে

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


নির্দিষ্ট কোনও ধর্ম-বর্ণ বা জাত-পাতের গণ্ডিতে আবদ্ধ নয় দুর্গাপুজো। আর সেই উৎসবকেই আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি পাওয়াতে ফের উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। বস্তুত এই কারণেই  রাজ্য সরকারের পর্যটন দপ্তর রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থায় (ইউনেস্কো) বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আরজি জানিয়েছে।রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের কথায়, “কলকাতা থেকে জেলা, এমনকি প্রত্যন্ত গ্রামের দুর্গাপুজোকেও সব দিক থেকে বিশ্বের কাছে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী। পুজো শেষে রেড রোডের কার্নিভ্যাল অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান। তাই ইউনেস্কোর কাছে পর্যটন দপ্তরের আরজি গিয়েছে।”


আরশিকথা দেশ-বিদেশ সংবাদ

২৪শে আগস্ট ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.