পাক পঞ্জাবের ভোঙ্গ শহরে গণেশ মন্দিরের উপর হামলার ঘটনায় মুখ খুললেন ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় টুইট করে তিনি জানান, ক্ষতিগ্রস্ত ওই মন্দির সংস্কার করে দেওয়া হবে। পাশাপাশি, ওই হামলার সঙ্গে যারা জড়িত তাদের কড়া শাস্তির ব্যবস্থা হবে।টুইট করে পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, রহিম ইয়ার খান জেলায় গণেশ মন্দিরে হামলায় তীব্র নিন্দা করছি। ইতিমধ্যেই আমি পঞ্জাব প্রদেশের আইজিতে নির্দেশ দিয়েছি, মন্দিরে হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে পুলিসের যে গাফিলতি সামনে আসছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।উল্লেখ্য, বুধবার পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার ভোঙ্গ শহরের এক গণেশ মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় হামলার ভিডিয়ো। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। নিরাপত্তায় মোতায়েন হয়েছে সেনা। ঘটনার নিন্দায় সরব ভারত। ইমরান খান সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ, অভিযোগ নয়াদিল্লির।
আরশিকথা দেশ-বিদেশ
৬ই আগস্ট ২০২১