ফিউচার গ্রুপের সম্পত্তি কিনতে যে চুক্তি করেছিল রিলায়েন্স, তার বিপক্ষে রায় দিয়েছিল সিঙ্গাপুরের আরবিট্রেশন কোর্ট। এবার সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট । ফলে চাপ বাড়ল আম্বানির উপরে। ২০১৯ সালে ফিউচার গ্রুপের শেয়ার কিনেছিল আমাজন। এর ফলে তারা ফিউচার কুপনস লিমিটেডের ৪৯ শতাংশের অংশীদার হয়। কিন্তু গত বছর ২৪ হাজার ৭৩১ কোটি টাকার বিনিময়ে ‘ফিউচার গ্রুপে’র খুচরো ও পাইকারি ব্যবসা এবং লজিস্টিক্স ও ওয়্যারহাউজিং ব্যবসা কিনে নেয় রিলায়েন্স। এই চুক্তির বিরোধিতা করে আমাজন। তাদের বক্তব্য ছিল, ২০১৯ সালেই ওই সংস্থার অধীনস্থ ‘ফিউচার কুপনসে’ প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। এই অবস্থায় ‘ফিউচার গ্রুপ’ তাদের সব সম্পত্তি অন্য কাউকে বেচে দিতে পারে না।এরপর অক্টোবর মাসে সিঙ্গাপুরের আরবিট্রেশন কোর্ট আমাজনের আবেদনে সাড়া দিয়ে জানিয়ে দিয়েছিল রিলায়েন্সের ওই চুক্তি কার্যকর করা যাবে না। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি আরএফ নরিম্যান ও বিআর গাভাই-এর বেঞ্চও একই কথা জানাল। বহাল রেখে দেওয়া হল আগের রায়টিই।সুপ্রিম কোর্টের এই রায়ের ধাক্কায় আম্বানির কপালে চিন্তার ভাঁজ যে আরও বাড়ল তা বলাই যায়।
আরশিকথা দেশ-বিদেশ
৬ই আগস্ট ২০২১