আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সন্তান চাইলেই মায়ের পদবি ব্যবহার করতে পারবে, যুগান্তকারী রায় দিল্লি হাইকোর্টের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    প্রত্যেক শিশুর মায়ের পদবি ব্যবহার করার অধিকার রয়েছে। সন্তান চাইলে মায়ের পদবি যেকোনও জায়গায় ব্যবহার করতে পারবে। সন্তান শুধুমাত্র বাবার সম্পত্তি নয়। একটি মামলার রায় দিতে গিয়ে শুক্রবার একথা জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট । মায়ের পদবি ব্যবহার করছিল এক নাবালিকা। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা। এদিন মামলার শুনানি শুরু হয় বিচারপতি রেখা পাল্লির এজলাসে। অভিযোগকারীর আইনজীবী জানান, নাবালিকা মায়ের পদবি ব্যবহার করায় জটিলতার সৃষ্টি হচ্ছে। LIC, প্রভিডেন্ট ফান্ডের মতো বিষয়ের অফিশিয়াল কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্কুলেও বাবার পরিচয় দেওয়া হয় না। তাই তাঁর মক্কেল চান, নাবালিকা যেন বাবার পদবিই ব্যবহার করে।নাবালিকার বাবার এই আবেদনের ভিত্তিতেই বিচারপতি রেখা পাল্লি জানান, সন্তান শুধুমাত্র বাবার সম্পত্তি নয়। সে যদি মায়ের পদবি নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে সেখানে কারও কিছু বলার নেই। প্রত্যেক মানুষেরই নিজের মায়ের পদবি ব্যবহার করার অধিকার রয়েছে। নাবালিকার বাবার অভিযোগের কোনও ভিত্তি নেই বলেই জানান বিচারপতি। সেই কারণেই অভিযোগটি খারিজ করে দেন তিনি। শোনা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর নাবালিকা নিজের মায়ের কাছেই থাকে। মায়ের পদবি ব্যবহার করে। পদবি বদলের অজুহাতে নাকি নিজের মেয়ের উপর অধিকার পেতে চেয়েছিলেন দিল্লির বাসিন্দা। তবে তাঁর সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৬ই আগস্ট ২০২১
     

    3/related/default