কাশ্মীর সীমান্তে অস্ত্রবৃষ্টি করল ড্রোন। তবে সীমান্তের ওপার থেকে আসা উড়ন্ত যানটির গতিবিধি ধরা পড়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীদের চোখে। ড্রোনটির পিছু ধাওয়া করে বেশকিছু হাতিয়ার উদ্ধার করে জেহাদিদের ষড়যন্ত্র ভেস্তে দেন জওয়ানরা।শুক্রবার ভোরে সাম্বা সেক্টরে নিয়ন্ত্রণরেখার পাশে দেখা মেলে এক সন্দেহজনক ড্রোনের। তবে কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায় যানটি। সঙ্গে সঙ্গে ওই এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর অত্যাধুনিক পিস্তল, কার্তুজ ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে জওয়ানরা। সূত্রের খবর, জেহাদিদের জন্য হাতিয়ারগুলি নিয়ে এসেছিল পাকিস্তানি ড্রোনটি। তবে সীমান্তে সতর্ক প্রহরা থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, গত জুন মাসে জম্মু এয়ারফোর্স স্টেশনে বোমা ফেলে পালায় দু’টি পাকিস্তানি ড্রোন। সীমান্তের ওপার থেকে এসে হামলা চলিয়েছিল যানগুলি বলে খবর। তারপর থেকেই জম্মু ও কাশ্মীরে ড্রোনের আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে কয়েকটি উদ্ধারও করা হয়েছে। দেখা গিয়েছে তাতে আইইডি বিস্ফোরক রয়েছে। সামনেই স্বাধীনতা দিবস। তার আগে ড্রোনের সাহায্যে বড়সড় হামলার ছক কষতে পারে পাকিস্তান। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত সতর্ক থাকার জন্য। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং এব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছেন।
আরশিকথা দেশ-বিদেশ
৬ই আগস্ট ২০২১