গুলাবী অপরাহ্ন' এক ভিন্ন ভিন্ন স্বাদের গল্পের সংকলন। এখানে মধ্যবিত্ত, নিম্নবিত্তের জীবন যন্ত্রণার ছবি যেমন আছে, তেমনি আছে বিভিন্ন পটভূমিতে আঁকা একটু অন্য স্বাদের গল্প। যা এই সংকলনকে এক অন্য মাত্রা দিয়েছে।
মধ্যপ্রাচ্যের এক বার গার্লের কাহিনী, কখনো বা অম্লমধুর পরকীয়া বা ভারচুয়াল প্রেম, কখনো বা এক মধ্যবয়সী শিক্ষিকার হতাশা, সবই নিপুণ ভাবে লেখিকা মৌসুমী ভট্টাচার্য ফুটিয়ে তুলতে সফল হয়েছেন। ভারতের বিভিন্ন পটভূমিতে লেখা বেশ কিছু গল্প এতে অন্য মাত্রা যোগ করে।
' গুলাবী অপরাহ্ন' এমনি এক কাহিনী, যা গুজরাটের অম্বিকা নদীর তীরের। উত্তর কর্ণাটকের প্রত্যন্ত গ্রামের দেবদাসীর কাহিনী থেকে কেরালার নৈয়ার নদীর তীরে মেনন পরিবারের এক রোদন ভরা বসন্ত, সব পাঠকদের হৃদয় ছুঁতে সফল হবে বলেই আমাদের বিশ্বাস। বইটি পাওয়া যাচ্ছে বইচই বিপনীতে আর বইচই ডট কমে। আরতি প্রকাশনীর থেকে প্রকাশিত গুলাবী অপরাহ্ন।
আরশিকথা প্রচার-বিনোদন বিভাগ
২৪শে আগস্ট ২০২১