Type Here to Get Search Results !

সূর্যস্নাত পাহাড় জানে..... বিলোনিয়া থেকে অর্ধেন্দু ভৌমিক এর কবিতা


 সূর্যস্নাত পাহাড় জানে.....


পাহাড়ে প্রতিদিন সূর্য ওঠে কনকালোকে

বিন্নিধানের চাল বাঁশকড়ুল রমণীর বাসনে। 

নাদুস শূকরছানা গুঁ গুঁ স্বরে গান ধরে

জুমকুমড়া পাপড়ি মেলে ভোমরার আহ্বানে। 


পাহাড়নামা জলধারায় শিলাকাঁকড়া

চোখ তুলে, বর্ণশেখা শিশু হবে রাজা। 

আঁধার নামে সমতলে  সূর্য লুকায় বলে, 

বিধি বলে, কালো আলো একই রূপে সাজা।



- অর্ধেন্দু ভৌমিক

বাইখোরা, বিলোনিয়া

দক্ষিণ ত্রিপুরা


২৬শে সেপ্টেম্বর ২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.