আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাষ্ট্রসংঘে বাংলায় কবিগুরুর কবিতা পাঠ করলেন প্রধানমন্ত্রী

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চে বিশ্বকবির কবিতার দু’টি লাইন পাঠ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবি ঠাকুরের লেখার সঙ্গে মিশে গেল আফগানিস্তান থেকে আমেরিকা।রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৬তম সম্মেলনের বক্তব্য শেষের আগে কবিতার দু’টি লাইন পাঠ করেন মোদি। বলে ওঠেন, “শুভ কর্মপথে ধর নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।” এর পরই প্রধানমন্ত্রী বলেন, “আফগানিস্তানের সংকটের মাঝে কবিগুরুর এই গান থেকে অনুপ্রেরণা নিন। শুধু আফগানিস্তান কেন, আমেরিকা-সহ সমস্ত দেশ তাঁর গান থেকে অনুপ্রেরণা নিতে পারেন। তাই ভয় দূর করে কর্মপথে এগিয়ে চলুন।” এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ইতিপূর্বে রাষ্ট্রসংঘে ভারতের কোনও প্রধানমন্ত্রীকে বাংলায় কথা বলতে বা কোনও আবৃত্তি করতে দেখা যায়নি। এবার সেই ইতিহাস গড়ে ফেললেন মোদি।এদিন রাষ্ট্রসংঘের সম্মেলন থেকে ফের একবার আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন মোদি। তিনি জানান, ভারত প্রথম রাষ্ট্র যারা করোনার বিরুদ্ধে ডিএনএ টিকা তৈরি করেছে। ১২ বছরের ঊর্ধ্বদের এই টিকা দেওয়া হবে।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ২৫শে সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default