আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আফগানিস্তানে সংবাদমাধ্যমের উপর ফতোয়া জারি তালিবানের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    আফগানিস্তানের সংবাদমাধ্যমের উপরও ফতোয়া জারি করল তালিবান বাহিনী। বলা হল, ইসলামে সমর্থন নেই, এমন কোনও বিষয় নিয়ে খবর করা যাবে না। জাতির ভাবাবেগে আঘাত করতে পারে, এমন বিষয়ের উপরও কোনও সংবাদ প্রকাশিত হবে না। তালিবানের নয়া ফতোয়ায় তীব্র আতঙ্কে সেখানকার সাংবাদিক মহল। অনেক সংস্থাই ব্যবসা কাটছাঁট করে শুধুমাত্র অনলাইন প্রকাশনার দিকে ঝুঁকছে। শুধু এটুকুই নয়, সাংবাদিকরা কোন বিষয়ের উপর লেখালেখি করবেন, তাও প্রায় ঠিক করে দিচ্ছে জঙ্গিবাহিনী। বলা হচ্ছে, ‘নতুন’ আফগানিস্তানের ভাল পরিবর্তনগুলি নিয়ে বেশি করে খবর প্রকাশিত হোক। এছাড়া তালিবান সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে তবেই খবর করতে হবে, এই বিধিনিষেধও জারি করেছে আফগানিস্তানের শাসকদল। দেশের সংবাদমাধ্যমের উপর তালিবানের এই নয়া নীতিতে থরহরিকম্প দশা সাংবাদিকদের। অনেকেই চাকরি ছাড়তে চেয়ে পত্রিকার দপ্তরে ইমেল পাঠাচ্ছেন। কেউ বা এতদিনকার ধরন বদলে নতুন করে কাজের পরিকল্পনা করছেন। কারও অবস্থা আবার আরও খারাপ। বুঝেই উঠতে পারছেন না কীভাবে তালিবান শাসনের মাঝে নিরপেক্ষভাবে পত্রিকার নীতি স্থির করবেন।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ২৫শে সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default