সিপিআইএমের রাজ্য সম্পাদক হলেন জিতেন্দ্র চৌধুরী। প্রয়াত গৌতম দাশের স্থলাভিষিক্ত হলেন তিনি। রবিবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে জিতেন্দ্র চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়। ১৯৯৩ সালে বিধানসভা নির্বাচনে তিনি সাব্রুমের মনু বনকুল উপজাতি সংরক্ষিত আসনে কংগ্রেস প্রার্থী অঞ্জু মগ চৌধুরীকে হারিয়ে প্রথমবারের মতো বিধায়ক হন। ১৯৯৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। বাম আমলে বন, শিল্প-বাণিজ্য সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসাবে নিজের দক্ষতার পরিচয় রেখেছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। রাজ্য রাজনীতিতে সজ্জন মানুষ হিসেবে পরিচিত শ্রী চৌধুরী উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি ছাড়াও বর্তমানে অল ইন্ডিয়া কৃষকসভার যুগ্ম সম্পাদক, আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বায়ক।এহেন পোড় খাওয়া রাজনীতিবিদকে রাজ্য সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়ায় খুশি সিপিএমের নিচুতলার কর্মী-সমর্থকরা। বিশেষ করে জনজাতি অংশের কর্মীদের মধ্যে ব্যপক উচ্ছ্বাস দেখা যায়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৯শে সেপ্টেম্বর ২০২১